শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক
গাজীপুরের শ্রীপুরের উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের (এমসি বাজার) পূর্ব পাশে গ্যাসের অবৈধ সংযোগ নেওয়ার হিড়িক পড়েছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্থানীয় লিটন ব্যাপারী এসব অবৈধ সংযোগ দিচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। চোরাই এসব সংযোগ ত্রুটিপূর্ণ হওয়ায় গ্যাসের চাপ বৃদ্ধি পেলে যেকোনো সময় বিস্ফোরণ বা আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সরেজমিনে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের (এমসি বাজার) পূর্ব পাশে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক বাসাবাড়িতে নতুন গ্যাসের অবৈধ লাইনের সংযোগের কাজ অব্যাহত রয়েছে। কাজের ধরন বুঝে অবৈধ সংযোগ গ্রহণকারীদের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা করে আদায় করছেন লিটন ব্যাপারী।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী লিটন ব্যাপারী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বড় রাইজারের মাধ্যমে এসব অবৈধ সংযোগ দিচ্ছেন। বাসাবাড়ির মালিকরাও টাকা দিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছেন অভিযোগ এলাকাবাসীর। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীও এসব অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত। গত দুই মাস যাবৎ রাতের আঁধারে সুযোগমতো এমসি বাজারের পূর্ব পাশে ব্যাপারীপাড়ার রাস্তা খুঁড়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে।
অভিযাগের বিষয়ে লিটন ব্যাপারীকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সাড়া দেননি।
ময়মনসিংহের ভালুকার তিতাস গ্যাসের ব্যবস্থাপক শাহজাহান মিয়া বলেন, শ্রীপুরের অনেক সাংবাদিক আমাকে ফোনে অবৈধ গ্যাস সংযোগ বিষয়ে জানিয়েছেন। আমাদের অফিস থেকে কয়েকজন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ গ্যাস সংযোগের সত্যতাও পেয়েছে। পূজার জন্য পুলিশের সংকট থাকায় অভিযান পরিচালনা করতে পারিনি। মাত্র পূজা শেষ হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন