• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

এবারও ফেনী গার্লস ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ১৫:৩১
ছবি: আরটিভি

প্রতিবারের মতো এবারও এইচএসসি পরীক্ষার ফলাফল ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ বছর কলেজটি থেকে ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক (গ্রুপ ক্যাপ্টেন) ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, সেনাসদরের দিকনির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে। এই ফলাফলের জন্য আমি সব পরীক্ষার্থী, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।

ফেনী গার্লস ক্যাডেট কলেজে ২০০৬ সালের ৭ জুন থেকে কার্যক্রম শুরু হয়। সাফল্যের অগ্রযাত্রায় এ কলেজের ভূমিকা প্রশংসনীয়।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়