• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

টানা বন্ধের পর আবারও শুরু হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ১৪:১০
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ আক্টোবর) দুপুর সাড়ে ১২টায়
ভারত থেকে একটি কাঁচামরিচ বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গেলো ৯ই অক্টোবর থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। বন্ধ শেষে আজ থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। কাঁচামরিচ, পেঁয়াজসহ বেশকিছু পণ্য আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারাপার স্বাভাবিক ছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশনের সকল কার্যক্রম চালু থাকে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তের চার শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ
স্বামীর আত্মহত্যার দুই দিন পর গলায় ফাঁস দিলেন স্ত্রীও
ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
বিএনপির দুই সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৬