• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভোমরা স্থলবন্দরে টানা ৬ দিন পর আমদানি-রপ্তানি শুরু

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ১০:০০
ফাইল ছবি

দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর দেশের তৃতীয় বৃহত্তম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ সকাল থেকে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গত সপ্তাহের ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ৬ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

ভোমর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দেশ থেকে ৬৬১ কোটি টাকার সার কিনবে সরকার
সংকট কাটাতে ৫২ হাজার টন সয়াবিন তেল আমদানি
ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি
সিনথেটিক-ফেব্রিক্স মিশ্রণের জুতা-ব্যাগ রপ্তানিতে নগদ প্রণোদনা ঘোষণা