• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল সড়কে দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর ২০১৭, ১১:২৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার রাতে একটি ট্রাক বিকল হওয়ায় প্রায় ৩০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। তবে তবে শুক্রবার সকালে কোথাও কোথাও গাড়ির ধীরগতি দেখা গেছে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এম শহীদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে জেলার এলেঙ্গায় একটি ট্রাক বিকল হওয়ায় রসুলপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারে এই জট সৃষ্টি হয়। এতে অনেক নৈশ কোচের যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

জানা যায়, রসুলপুর থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কে চার লেইনের কাজ চলায় এমনিতেই যানবাহনের ধীরগতি থাকে সব সময়। তার মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত গাড়ির চাপ বেশি থাকায় গাড়ি চলে ধীরগতিতে।

পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
X
Fresh