• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

গাজীপুর প্রতিনিধি

  ১২ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৩

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে জামালপুর এলাকায় নাঈম টেক্সটাইল ও একই ভবনে থাকা এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ওই কারখানাটি নাইম টেক্সটাইল মিল হিসেবে চলছিল। পরে এখানে বিভিন্ন প্রকার কসমেটিকস তৈরি করা হয়। মঙ্গলবার বিকেলে ওই কারখানায় ৩৫ জন শ্রমিক কাজ করছিল। আজ বিকেলে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে কারখানার ভেতরে আগুন ধরে যায়। এতে ৮ জন দগ্ধ হন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম জানান, এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সহায়তায় এ পর্যন্ত ৮ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে কিছু অংশ পুড়ে গেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিকআপকে পেছন থেকে ডাম্পট্রাকের ধাক্কা, নিহত ২
স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ: ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ: উদ্ধার কাজে ২ প্লাটুন বিজিবি
X
Fresh