• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

অজগরকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার), আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ১৮:৩২
অজগর সাপকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্ক
ছবি : আরটিভি

অজগর সাপকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন শ্রীমঙ্গলের কালাপুর এলাকার স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৩ জুন) শ্রীমঙ্গল কালাপুর আনসার ক্যাম্পের পাশে একটি বাড়িতে অজগর সাপ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে উদ্ধার করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রোববার শ্রীমঙ্গল কালাপুর আনসার ক্যাম্পের পাশে একটি বাড়িতে অজগর সাপ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে এলাকার লোকজন সাপটিকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বন বিভাগের এফজি সুব্রত সরকারকে সঙ্গে নিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয়ে স্বপন দেব সজল বলেন, ‘সাপটির ওজন ১২ কেজি। এটি রাসেলস ভাইপার সাপ নয়। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি একটি অজগর সাপ।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীমঙ্গলে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পাথরঘাটায় ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার 
ধানখেতে মিলল ৩টি ‘রাসেলস ভাইপার’
ধানখেত থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার