• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

স্টাফ রিপোর্টার (ঢাকা দক্ষিণ), আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ১৯:৪৮
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২
ছবি : সংগৃহীত

নবাবগঞ্জের খারশুর তালতলা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য শেখ আবদুর রহমান (৫৭) ও দোহার পৌরসভার ইসলামপুর খালপাড় এলাকার শেখ রাজ্জাকের ছেলে মো. শাহীন (২২)।

শাহীন দোহারের জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদ্বশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে ঢাকা থেকে নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা নবকলি পরিবহনের একটি বাসের সঙ্গে দোহার থেকে কেরানীগঞ্জ কদমতলীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান ও শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম।

নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ্ জালাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাস্থল সিরাজদিখান থানা এলাকার মধ্যে পড়েছে। যে কারণে বিষয়টি সংশ্লিষ্ট থানা দেখবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ কলেজছাত্রের
খুলনায় কলেজছাত্র হাসিব হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৩
যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত