• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

কালিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ১৬:৫৬
ছবি : আরটিভি

নড়াইলের কালিয়া উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের ৮টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার বাঐসোনা ইউনিয়নে এ সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন- বাঐসোনা ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের হাসমত শেখের ছেলে তুহিন শেখ (৩৮) ও বাচ্চু সর্দারের ছেলে তৌহিদুল সর্দার (৪৪)।

অন্য আহত দুজন হলেন একই এলাকার সাহিদ শেখ (৪৫) ও নওশের শেখ (৪২)। গুলিবিদ্ধসহ আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঐসোনা ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের উকিল শেখ ও হাসমত শেখের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। কিছুদিন আগে উকিল শেখের লোকদের মারপিট করে হাসমত শেখের লোকেরা। এর প্রতিশোধ নিতে উকিল শেখের লোকেরা শুক্রবার রাতে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করে এবং ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় হাসমত শেখের ছেলে তুহিন ও বাচ্চু সর্দারের ছেলে তৌহিদুল গুলিবিদ্ধ হয়। আরও দুইজন আহত হন। এর জের ধরে শনিবার (১৫ জুন) সকালে হাসমত শেখের লোকেরা উকিল শেখের পক্ষের ৪টি বাড়ি ভাঙচুর করে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, এলাকার শান্তি রক্ষা করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু 
প্রাইভেটকার-ভ্যানগাড়ির সংঘর্ষ, নিহত ১ 
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, দেশীয় অস্ত্রসহ আটক ৮ 
ছাগল নিলাম নিয়ে সংঘর্ষ: নিহতের ঘটনায় গ্রেপ্তার ১