• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

দোহারে নৌকাডুবি, একজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (ঢাকা দক্ষিণ), আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ২১:২৩
দোহারে নৌকাডুবি, একজনের মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

ঢাকার দোহারের জয়পাড়া বাজার খেয়াঘাটে নৌকাডুবির ঘটনায় মো. আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ওসি হারুন-উর-রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে অতিরিক্ত যাত্রীবোঝাই করে জয়পাড়া বাজারের খাল পাড়ি দিচ্ছিল একটি খেয়া নৌকা। অন্তত ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। অধিকাংশই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে আতাউর। শুক্রবার দুপুরের পর থেকে আতাউরের খোঁজে নামে স্বজনরা। বেলা তিনটার দিকে ঘটনাস্থল থেকে সামান্য দুরে ভাসমান অবস্থায় আতাউরের মরদেহ উদ্ধার করা হয়। স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে স্ত্রী সাথী আক্তার। মরদেহ উদ্ধারে পর সুরতাহালের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত আতাউরের বাড়ি রাজশাহী জেলার চাপাইনবাবগঞ্জে। তিনি চরলটাখোলা এলাকায় মো. জামালের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। ১৩ বছর ধরে দোহারের জয়পাড়া বাজারে শ্রমিকের কাজ করতেন তিনি।

এ বিষয়ে ওসি হারুন-উর-রশিদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নৌকা উল্টে নরসুন্দর নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার
যুবককে কুপিয়ে হত্যা, হাওর থেকে মরদেহ উদ্ধার 
রামপুরা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার