• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ১০:১৮
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। পরিবারের সঙ্গে ঈদ করতে ব্যস্ততম শহর থেকে মানুষ শেকড়ের টানে বাড়ির পথে রওনা হয়েছেন। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ বৃদ্ধি পেলেও কোথাও কোনো ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।

শুক্রবার (১৪ জুন) ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) জাফর আহম্মেদ জানান, সরকারি অফিস আদালতে ছুটি শুরু হওয়ায় গতকাল থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষেরা যে যেভাবে পারছে বাড়ি ফিরছেন। শুক্র ও শনিবার এই চাপ অব্যাহত থাকবে। তবে মহাসড়কে কোনো যানজট নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে পুলিশ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য, ১০ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ
সিরাজগঞ্জে ট্রেন চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন