• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

সেনবাগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৪, ২০:৫২
ছবি : আরটিভি

নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ দায়িত্ব গ্রহণ, বরণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান পরিষদে এসে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পৌর সভার মেয়র, সেনবাগ প্রেস ক্লাব, ইউপি চেয়ারম্যানরা। এর আগে উপজেলা চেয়ারম্যান সাইফুল আলম দিপুকে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে।

উপজেলা চেয়ারম্যান সাইফুল আলম দিপুর সভাপতিত্বে নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সঞ্চালনায় ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহারা বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন, কেশারাপাড় ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন, ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, বীজবাগ ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল, অর্জুনতলা ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে গত ২১ মে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১২ জুন বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বৃহস্পতিবার চেয়ারম্যানরা তাদের দায়িত্বভার গ্রহণ করে পরিষদের প্রথম সভা করে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশের সাবেক উপজেলা চেয়ারম্যান মনি ঢাকা থেকে গ্রেপ্তার
সেনবাগে উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক মিলন গ্রেপ্তার
সেনবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সেনবাগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত