• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

কোরবানির জন্য কেনা মহিষের গুঁতায় প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৪, ১৯:৫৬
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষ দড়ি ছিঁড়ে পালানোর সময় মো. মহসিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি গ্রামের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

মহসিন উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি গ্রামের বালুখালী এলাকার মুন্সী মিয়ার ছেলে।

জানা যায়, কোরবানির জন্য কেনা মহিষ দড়ি ছিঁড়ে পালানোর সময় মহসিনকে শিংয়ের গুঁতায় আহত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহিষটি কোরবানির জন্য কিনেছিলেন উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আহামদ সৈয়দ তালুকদার। তিনি বলেন, বুধবার সকালে স্থানীয় হাট থেকে প্রায় দুই লাখ টাকা দিয়ে মহিষটি কোরবানির জন্য তিনি কিনেছেন। বুধবার বিকেলের দিকে তার বাড়ি থেকে দড়ি ছিঁড়ে মহিষটি পালিয়ে যায়। মহিষটি রাতে পাশের রাজানগর ইউনিয়নের বগাবিলী এলাকায় ঢুকে পড়ে। এরপর আজ সকালে ওই এলাকার বাসিন্দা মহসিনকে শিং দিয়ে গুঁতা দিয়ে আহত করে। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বর্তমানে মহিষটি রাজানগর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

রাজানগর ইউপি চেয়ারম্যান শামসুল আলম তালুকদার গণমাধ্যমকে বলেন, শিংয়ের গুঁতায় লোকটি মারা যায়। মহিষটিকে থামানো না গেলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামের সাবেক এমপি নদভী ৪ দিনের রিমান্ডে
মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে কিশোরের আত্মহত্যা
আনোয়ারায় ৩ গরু চোর আটক
চট্টগ্রামে ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার