• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

জয়পুরহাটে ভটভটির ধাক্কায় এনজিও কর্মকর্তার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৪, ০৩:২৭
এনজিও কর্মকর্তা
ছবি: আরটিভি

জয়পুরহাটে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় জহুরুল ইসলাম (৫১) নামের এক এনজিও কর্মকর্তা মৃত্যু হয়েছে। বুধবার (১২জুন) রাতে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার জয়পুরহাট-ধলাহার সড়কে এ দূর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জহুরুল ইসলাম সদর উপজেলার আটঠোকা গ্রামের বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ওসি হুমায়ূন কবির জানান, জহুরুল ইসলাম কোরবানী কেনার উদ্দেশ্য শালপাড়া গরুর হাটে যাচ্ছিলেন। পথে বিষ্ণুপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গরু বোঝায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ধাক্কায় দেয়। এতে জহুরুল ইসলাম গুরুতর আহত হন। পরে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ কলেজছাত্রের
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৩
যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত
১১ বছরে সড়কে ঝরেছে ১ লাখ ৫ হাজার ৩৩৮ প্রাণ