প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেটকার-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ওই শিশুর মাসহ তিন জন।
মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ। এর আগে একই দিনে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তন্তর এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, উপজেলার তন্তর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কুমিল্লা অভিমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী মায়ের কোলে থাকা এক শিশু মারা যায়। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ জানান, এ ঘটনায় প্রাইভেটকার ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন