• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

রাঙ্গামাটিতে একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম দিলেন এক মা

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২৪, ১৫:০২
রাঙ্গামাটিতে একসঙ্গে ৩ পুত্র সন্তানের জন্ম দিলেন এক মা
ছবি : আরটিভি

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক মা।

সোমবার (১০ জুন) সন্ধ্যায় শহরের বিজয় সরণীর একটি বেসরকারি হাসপাতালে মা জিজাহান ও পিতা মো. শাহজালালের ঘর আলো করে আসে এই তিন পুত্রসন্তান। তারা শহরের পর্যটন ঝুলন্ত ব্রিজ এলাকার দেওয়ান পাড়া এলাকার বাসিন্দা।

এর আগে সোমবার সকালে মা জিজাহানকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্তান জন্মদানের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নবজাতকদের মামা মো. রমজান আলী বলেন, ‘সোমবার সকালে আমরা আমার বোনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করি। এখানকার ডাক্তার মঙ্গলবার সকালে তার ডেলিভারি করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা হতে হতেই তার প্রসব বেদনা বাড়তে থাকলে হাসপাতালের ডাক্তারদের পরামর্শে আমরা তাকে অ্যালায়েন্স বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানেই সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।’

নবজাতকদের নানী জুলি বেগম বলেন, ‘সোমবার নবজাতকদের মায়ের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়াতে ডাক্তারদের পরামর্শে মঙ্গলবার ভোর রাতে তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। তাদের বাবাও মায়ের সাথে। বর্তমানে বাচ্চারা শারীরিকভাবে ভালো আছে। হাসপাতাল থেকে বাচ্চাদের তাদের মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আমরা বাচ্চাদের চট্টগ্রামে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি।’

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. শওকত আকবর বলেন, ‘সোমবার সন্ধ্যায় মা জিজাহান তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। জন্মের সময় তাদের ওজন ছিল ১ হাজার ৫৯৫ গ্রাম। মায়ের শারীরিক পরিস্থিতি কিছুটা খারাপ হওয়াতে আমরা চট্টগ্রামে রেফার্ড করেছি। বাচ্চাদেরও মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপ্তাই হ্রদে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
পাহাড়ে বসবাসরত বাঙালিদের কোটায় অন্তর্ভুক্ত করার দাবি
কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ আরও ১৫ দিন
রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইউপিডিএফের বিক্ষোভ