• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

মিথ্যাচার থেকে বের না হলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৫

বিএনপি মিথ্যাচারের রাজনীতি থেকে বের হতে না পারলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

রোববার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ আরো বলেন, যারা এখনো ৭ই মার্চের ভাষণ নিয়ে বিতর্কমূলক কথা বলে তারা আসলে রাজাকার এবং স্বাধীনতাবিরোধী। তারা জনগণের কাছে স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবেই চিহ্নিত থাকবে।

আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, বিএনপি নির্বাচনে আসবে কী আসবে না সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। তবে জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে তাদেরকে সংবিধানের নিয়ম মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে।

পরে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: এস এম মূসতানজীদ, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা: হাসানুজ্জামান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ঘরের রাজনীতিও ঝিমিয়ে পড়েছে: কাদের
জনগণের ম্যান্ডেট নিয়েই আ.লীগ রাষ্ট্র পরিচালনা করছে: কাদের
বিয়েবাড়িতে কাজীর সহকারীকে থাপ্পড় বিএনপি নেতার, অতঃপর...  
সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া
X
Fresh