• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

অষ্টগ্রামে ৯ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ২১:২৬
জাল
ছবি: আরটিভি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বিল মাকসা হাওরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮ লাখ সাড়ে ৭৮ হাজার টাকা মূল্যের ২৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১০ জুন) বিকেল ৩টায় পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বাঁধাঘাট এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, হাওরে মাছের উৎপাদন বাড়ানো ও নিষিদ্ধ জালের ব্যবহার রোধে উপজেলার বিভিন্ন হাওরে নিয়মিত অভিযান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবারও অভিযান চালানো হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও উপজেলা মৎস্য দপ্তর এবং অষ্টগ্রাম থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উবায়দুর রহমান সাহেল বলেন, চায়না দুয়ারি বা ম্যাজিক জালগুলো সরকার কর্তৃক একেবারেই নিষিদ্ধ। এ জাল ব্যবহারের ফলে জীববৈচিত্র্য ও প্রাণীবৈচিত্র অনেকাংশের ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানকালে কোনো জেলেকে পাওয়া যায়নি। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাওরে গোসলে নেমে যুবক নিখোঁজ
তামিমের দলে ফেরা নিয়ে যা বললেন জালাল ইউনুস
মুক্তিযোদ্ধার জাল সনদে কোটায় চাকরি: হাউজ বিল্ডিংয়ের ডিজিএমের বিরুদ্ধে মামলা
হাওরে নিষিদ্ধ জালে অবাধে মৎস্য নিধন