• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ২০:২৩
ভবেশ চন্দ্র সরকার
ছবি: আরটিভি

গাইবান্ধায় আন্তজেলা ডাকাত দলের সদস্য ভবেশ চন্দ্র সরকারকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১০ জুন) বিকেলে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ভবেশ চন্দ্র সদর থানার কাশদহ গ্রামের মৃত নরেশ চন্দ্র সরকারের ছেলে।

র‌্যাব জানায়, ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতিসহ ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ভবেশ চন্দ্র সরকার (৪৩) পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় আত্মগোপনে অবস্থান করছিল। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি নিয়মিত টহল দল সোমবার বিকেলে ৩টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে ভবেশ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গাইবান্ধার উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ভবেশ চন্দ্র সরকার ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে তার অপরাধ স্বীকার করে।

তিনি জানান, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএমপিভির পর আমেরিকায় ছড়াচ্ছে ‘র‌্যাবিট ফিভার’, কী এই রোগ?
গাইবান্ধায় স্কুল ও সওজের জায়গা দখল করে পুলিশের চাইনিজ রেস্তোরাঁ!
গাইবান্ধায় ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধ, ভোগান্তি চরমে
বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের ইমাম নিহত