উখিয়া ক্যাম্পে ৩ রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
![রোহিঙ্গা ক্যাম্প](https://www.rtvonline.com/assets/news_photos/2024/06/10/image-277701-1718015778.jpg)
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে তিনজন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১০ জুন) ভোররাতে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এফ ব্লকের জাফর আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে মো. ইছহাক (৫৪) ও ক্যাম্প-৩-এর ই ব্লকের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খাঁন (১৮)।
আহতরা হলেন- এফ ব্লকের হাছনের ছেলে আব্দুল হক (৩২), নজির আহাম্মদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫) ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ (৬০)।
জানা গেছে, সোমবার ভোর পৌনে ৪টার দিকে রোহিঙ্গা মো. ইলিয়াছকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হাত-পা ও তলপেটে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর ভোর সোয়া ৪টার দিকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরএসও’র সমর্থক মো. ইছহাক, ফিরোজ খাঁন, আব্দুল হক, আব্দুস শুক্কুর ও আব্দুল মোনাফকে শরীরের বিভিন্ন স্থানে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
পরে আহতদের চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ইছহাক ও ফিরোজ খাঁনকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ক্যাম্পে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইকবাল বলেন, একজন ঘটনাস্থলেই মারা যান। আর দুজন আহত অবস্থায় হাসপাতালে মারা যান। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
![রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/14/image-304502-1734197456.jpg)
৩০০ ফিটের লেক থেকে উদ্ধার তরুণীর মরদেহের পরিচয় মিলেছে
![৩০০ ফিটের লেক থেকে উদ্ধার তরুণীর মরদেহের পরিচয় মিলেছে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/17/image-304923-1734453876.jpg)
পূর্বাচলের লেক থেকে সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার
![পূর্বাচলের লেক থেকে সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/18/image-304995-1734509993.jpg)
স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা
![স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/18/image-305008-1734513981.jpg)
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত, প্রাইভেটকার নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ
![পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত, প্রাইভেটকার নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/20/image-305294-1734691743.jpg)
সাভারে দুই চলন্ত গাড়িতে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত-লক্ষাধিক টাকা লুট
![সাভারে দুই চলন্ত গাড়িতে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত-লক্ষাধিক টাকা লুট](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/21/image-305364-1734730397.jpg)
মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী
![মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/22/image-305575-1734865075.jpg)