• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

ফেনীতে বজ্রপাতে ১২ গবাদিপশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১২:০৩
ফেনীতে বজ্রপাতে ১২ গবাদিপশুর মৃত্যু
ছবি : আরটিভি

ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে বজ্রপাতে প্রাণ হারিয়েছে ১২টি গবাদিপশু।

রোববার (৯ জুন) উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব বড় ধলীর চরাঞ্চলে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় কৃষক হোনান উদ্দিনের ৩টি মহিষ, মো. বাদশা মিয়ার একটি মহিষ, আবু তাহেরের একটি গাভী ও জাহাঙ্গীরের ৭টি ভেড়া বজ্রপাতে মারা যায়। বৃষ্টি শেষে স্থানীয়রা মাঠে পশুগুলো মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীপ্ত সাহা।

সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীপ্ত সাহা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। উন্মুক্ত মাঠ হওয়ায় এখানকার চরাঞ্চলে প্রায় সময় বজ্রপাতে গবাদিপশুর মৃত্যু হয়। এরই মধ্যে পশু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়ে দাপ্তরিক তথ্য পাঠিয়েছি।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 
ফেনীতে কোটা আন্দোলনকারীদের মানববন্ধনে হামলার অভিযোগ
১৮ বছরে কেটেছেন ৬ হাজার লাশ, স্থায়ী হয়নি চাকরি
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু