• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সমুদ্র সৈকতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হোটেল কর্মচারী নিহত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১০:০৪
সমুদ্র সৈকতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হোটেল কর্মচারী নিহত
ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। তার নাম নুরুল কাদের (২৬)।

রোববার (৯ জুন) রাত ৯টায় শহরের কলাতলী সমুদ্র সৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান।

নুরুল কাদের (২৩) হোটেল বেস্টওয়েস্টার্ন হেরিটেজের শেফ সহকারী হিসেবে কাজ করতেন।

তিনি চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উপরপাড়া এলাকার ইব্রাহীমের ছেলে।

নিহত নুরুল কাদেরের এক সহকর্মী বলেন, নুরুল তার বান্ধবীকে নিয়ে ঘুরতে বেলি হ্যাচারির পেছনের সৈকতে যায়। এ সময় তাদের দুজনকে অবরুদ্ধ করে ছিনতাইয়ের চেষ্টা করে একদল সন্ত্রাসী। একপর্যায়ে নুরুল কাদেরকে ছুরিকাঘাত করে তারা। এতে মাটিতে লুটিয়ে পড়েন নুরুল। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি রকিবুজ্জামান বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী
রোহিঙ্গা শিবিরে ফের আগুন, পুড়ল ৫ স্থাপনা
মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার 
কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু