• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

ময়মনসিংহে পিস্তলসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ২১:৫০
ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগ নেতা পিস্তলসহ গ্রেপ্তার
ছবি : আরটিভি

ময়মনসিংহে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ মো. জজ মিয়া (২৭) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি নগরীর সুতিয়াখালী এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে।

রোববার (৯ জুন) দুপুরে জজ মিয়াকে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এ সময় বিজ্ঞ আদালতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা, বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে জানতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

এর আগে শনিবার রাতে অস্ত্র কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জজ মিয়ার কাছ থেকে আমেরিকার তৈরি ম্যাগজিনসহ একটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান তদন্ত ওসি।

এ বিষয়ে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘জজ মিয়া মহানগর কমিটির সদস্য। তবে সে রাজনীতিতে সক্রিয় নয়।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ১৪ মামলা, আসামি ৪ হাজার 
অচল ময়মনসিংহ, দূরপাল্লার যান চলাচল বন্ধ
কোটাবিরোধী সন্দেহে রিকশাযাত্রীদের মারধর
বিক্ষোভে উত্তাল ময়মনসিংহ, শিক্ষার্থীদের দখলে রাজপথ