• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

পানছড়িতে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ২০:১১
খাগড়াছড়ির পানছড়ি
ছবি সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে ইউপিডিএফের এক সমর্থককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার দুদকছড়ার দুর্গম সীমানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (৯ জুন) সকালে বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসে পুলিশ। নিহত বরুণ বিকাশ চাকমা পানছড়ির লোগাং ইউনিয়নের কমল কৃষ্ণ কার্বারিপাড়ার সুধীর কুমার চাকমার ছেলে।

এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। কারা ঘটনাটি ঘটিয়েছে, তাও নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

তবে হত্যাকাণ্ডের জন্য জেএসএস (সন্তু লারমা) দলকে দায়ী করেছে ইউপিডিএফ।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা গণমাধ্যমকে বলেন, নিহত ব্যক্তি আমাদের দলের সমর্থক। হত্যাকাণ্ডে জেএসএস (সন্তু লারমা) জড়িত। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজের বাড়িতে অবস্থান করছিলেন বরুণ। এ সময় গুলি করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আজম গণমাধ্যমকে বলেন, কারা গুলি করেছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় সকালে বাড়ি থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটা আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার হবে: কাদের
ভ্যানচালককে হত্যা, যুবকের আমৃত্যু কারাদণ্ড
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি: ফখরুল