• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ১২:৫৯
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলা করে মোজাম্মেল হক নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হামলার ঘটনায় অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন কর্ণফুলী থানার ওসি জহির হোসেন।

আসামি মোজাম্মেল হক যুবলীগ নেতা ও নবনির্বাচিত আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের অনুসারী বলে জানা গেছে।

ওসি জহির বলেন, শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়। শনিবার রাতে টানেল রোডের মুখে ওই মামলার অন্যতম আসামি মোজাম্মেলের অবস্থান জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। মোজাম্মেলকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেলের নেতৃত্বে কয়েকশ লোকজন এসে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা লাঠিসোটা দিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে।

সেখান থেকে ফেরার পথে আনোয়ারার চাতুরি চৌমুহুনী এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে আবার তারা পুলিশের ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার সোহানুর রহমান সোহাগ।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতির আক্রমণে ৪ শ্রমিক আহত
ইন্টারনেট চালু, চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক
এক সপ্তাহ পর স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামের নগরজীবন
চট্টগ্রামে খুলল ৪ শতাধিক পোশাক কারখানা