• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

তিন ঘণ্টার বৃষ্টিতে ডুবল সিলেট নগর

স্টাফ রিপোর্টার (সিলেট), আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ১১:৫৭
ছবি : সংগৃহীত

মাত্র তিন ঘণ্টার রেকর্ড ২২০ মিলিমিটার বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়ল সিলেট নগরের বিভিন্ন এলাকা। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দুইবার জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হলো নগরের বাসিন্দাদের।

শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে বৃষ্টি শুরু হয়। রাত ১২টা পর্যন্ত টানা বৃষ্টি চলে। এতে নগরের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটে। অবশ্য রোববার সকালে পানি নেমে যায়।

এর আগে গত ২ জুন রাতেও ভারী বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা দেখা দেয়। পানিতে তলিয়ে যায় নগরের শতাধিক এলাকা। এতে দুর্ভোগে পড়েন এসব এলাকার বাসিন্দারা।

শনিবার রাতে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টিতে নগরের উপশহর, তেররতন, দরগাহ মহল্লা, জালালাবাদ, তালতলা, জামতলা, সোবহানীঘাট, শিবগঞ্জ, মিরের ময়দানসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এসব এলাকার বেশির ভাগ বাসায় পানি ঢুকে পড়ে।

সিলেট আবহাওয়া অফিসর সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব গণমাধ্যমকে জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ মিলিমিটার এবং ৯টা থেকে ১২টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয় ৩৪ মিলিমিটার।

এর আগে গত ২৯ মে এক রাতের ঢলে তলিয়ে গিয়েছিল সিলেটের পাঁচ উপজেলা। পুরো জেলায় দেখা দিয়েছিল বন্যা পরিস্থিতি। তবে বন্যার পানি এখন কমে আসছে। বন্যা পরিস্থিতি উন্নতির পর এক সপ্তাহের মধ্যে দুইবার ডুবল সিলেট নগর।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতের মধ্যেই যে ১০ অঞ্চলে ঝড়, হুঁশিয়ারি সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
৮ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস 
রাতেই যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত