• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

পটুয়াখালীর ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ১১:৪৬
ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় এবং তা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভোটাদের উপস্থিতি একেবারে নগন্য। শহরের প্রায় প্রতিটি ভোটকেন্দ্র ফাঁকা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।

এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিন উপজেলায় ৪ লাখ ৮০ হাজার ৭৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১০ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মাঠে বিপুল সংখ্যক ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব ও বিজিবির টিম ও কোস্টগার্ডের টিমসহ পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স কাজ করবে।

এদিকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম ও পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হামলা
স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
পটুয়াখালীর বাউফলে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ীকে অপহরণ