• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

পটুয়াখালীর ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ১১:৪৬
ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় এবং তা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভোটাদের উপস্থিতি একেবারে নগন্য। শহরের প্রায় প্রতিটি ভোটকেন্দ্র ফাঁকা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।

এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিন উপজেলায় ৪ লাখ ৮০ হাজার ৭৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১০ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মাঠে বিপুল সংখ্যক ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব ও বিজিবির টিম ও কোস্টগার্ডের টিমসহ পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স কাজ করবে।

এদিকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম ও পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৭
ড্রাইভার আবেদ আলী ও ‌হোটেল সান মেরিনার কী সম্পর্ক
ঝাড়ু মিছিল নিয়ে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও, পালালেন কর্মকর্তারা
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু