• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

কক্সবাজারে বজ্রপাতে লবণশ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২৪, ১৭:৫৪
কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু
ছবি : আরটিভি

কক্সবাজারের ঈদগাঁওতে বজ্রপাতে নূরুল হুদা (৩৫) নামে এক লবণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরুল হুদা স্থানীয় প্রয়াত ছিদ্দিক আহমদের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সালাহ উদ্দীন বাবুল বলেন, সকালে নূরুল হুদা ইসলামপুর শিল্প এলাকার একটি লবণ কারখানায় লবণের গাড়ি লোড করতে যান। কয়েকটি গাড়ি লোড করে বাড়ি ফেরার সময় রেললাইনের পাশের স্থানে পৌঁছালে ঝড়ো হাওয়ার মধ্যে আচমকা বজ্রপাতের শিকার হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি সর্ম্পকে তিনি অবগত না বলে জানান।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলাওয়ার হোসাইন বলেন, ‘প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ দাফনের চেষ্টা করছেন নিহতের স্বজনরা।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সেন্টমার্টিনে ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার
ট্রলারডুবির ঘটনায় কোস্টগার্ডের চৌকি ভাঙচুর, গুলিতে যুবক আহত
ফের মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলারে গুলি