• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর বনে অবমুক্ত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২৪, ১২:৪৯
ছবি : আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে লোকালয়ে খাঁচায় বন্দী রাখা একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশনায় বানরটিকে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেন বনকর্মীরা।

জানা যায়, সম্প্রতি ঝড়ে একটি লজ্জাবতী বানর পথ ভুলে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের লোকালয়ে চলে আসে। এ সময় এলাকার কয়েকজন লোক বানরটিকে ধরে খাঁচায় বন্দী করে রাখে। এ অবস্থায় খবর পেয়ে নজরুল খান জয় নামে এলাকার এক যুবক উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রাণীটিকে উদ্ধার করে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করার জন্য রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমানকে হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর বলেন, বানরটি উদ্ধার করে বনে অবমুক্ত করার জন্য বন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। তারা বানরটি রাতেই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতির আক্রমণে ৪ শ্রমিক আহত
ইন্টারনেট চালু, চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক
এক সপ্তাহ পর স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামের নগরজীবন
চট্টগ্রামে খুলল ৪ শতাধিক পোশাক কারখানা