পায়ুপথে ইয়াবার চালান, আটক ১
ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় এলাকার মো. শাজাহান (৫০) চট্টগ্রামের একজন সিএনজি চালক। গেল ৩ মাস সিএনজি চালানো বাদ রেখে ইয়াবার চালান বহনকারী হিসেবে কাজ করছেন। ২০টি কনডমের ভেতর ইয়াবা রেখে তা পায়ুপথে প্রবেশ করিয়ে চালান বইতে গিয়ে শুক্রবার ইলিশা লঞ্চ ঘাটে পুলিশের হাতে আটক হন শাহাজান। প্রথমে অস্বীকার করলেও তাকে হাসপাতালে নিয়ে ডাক্তারের সহায়তায় ওয়াশ করিয়ে ভেতর থেকে ইয়াবার চালান বের করে আনে পুলিশ।
শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (সাইবার ক্রাইম) আছাদুজ্জমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এমন ঘটনা ভোলায় এই প্রথম। বিষয়টি নিয়ে তাদের টিম নতুন করে মাদক উদ্ধারের অভিযানের সূত্র খুঁজছেন। সিএনজি চালক শাহাজানের বিরুদ্ধে চট্টগ্রামে ৩টি চুরি মামলা রয়েছে। তিনি দুটি বিয়ে করেছেন এবং তার ৪ মেয়ে ২ ছেলে সন্তান রয়েছে। ছেলেরা চট্টগ্রামে রিকশা চালায়। চরফ্যাশনে একটি চক্র মাদক চালান আনায় জড়িত রয়েছে। তারাই তাকে ব্যবহার করছে বলেও জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় শাহাজান।’
মন্তব্য করুন