• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ২০:১৩
নারায়ণগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে গুলি করে হত্যা
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে পূর্বশত্রুতার জেরে মনু মিয়া (৪২) নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন গুলি ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ জুন) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের মদনপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনু মিয়া ওই এলাকার কামাল উদ্দীনের ছেলে।

নিহতের স্ত্রী সাবিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়ি থেকে জোরপূর্বক আমার স্বামীকে তুলে নিয়ে গুলি করে ও পিটিয়ে হত্যা করেছে। আমি এর কঠিন বিচার চাই।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নিহত মনু মিয়া একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি গোলাম মোস্তফা।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, আরও ৩ জন গ্রেপ্তার
মাদকসেবন নিয়ে বিরোধ, যুবককে হত্যা
আলেমদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা
গুলি করে হত্যার পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ