• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ১৭:১৪
গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে পালিত গরুর বাছুরকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল কাইয়ুম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপাল রায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কাকিনা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতাউজ্জামান রঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কাইয়ুম কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ২টার পর আব্দুল কাইয়ুম জুম্মার নামাজ শেষে একটি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সুকানদিঘী নামক এলাকায় রেইলাইনে তাদের পালিত গরুর বাছুরকে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেন ওই এলাকার কাছাকাছি পৌঁছায়। ট্রেনটিকে আসতে দেখে আব্দুল কাইয়ুম গরুর বাছুরটিকে বাঁচাতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যায়।

কাকিনা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতাউজ্জামান রঞ্জু বলেন, ‘ছেলেটি দাওয়াত খেতে যাওয়ার কথা ছিল। কিন্তু গরুর বাছুরকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, লালমনিরহাট জিআরপি থানার ওসির নিকট বিষয়টি অবগত করা হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন। তবে রেলওয়ের লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে কল করেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে জামাইয়ের মৃত্যু
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত