• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

৪৩ মণের ‘নাতিবাবু’, দাম ১৫ লাখ

আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ১৫:৫০
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরের ঠান্ডু প্রামাণিকের খামারে বেড়ে উঠেছে ৪৩ মণ ওজনের ‘নাতিবাবু’ নামের ষাঁড়টি। নাতির মতো আদরে বড় করে তুলেছেন বলেই এর নাম রেখেছেন ‘নাতিবাবু’। সাড়ে ৯ ফুট লম্বা ও ছয়ফুট উঁচু হলস্টেইন-ফ্রিজিয়ান শংকর জাতের এই ষাঁড়টি নজর কেড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের।

ঠান্ডু প্রামাণিক জানান, চার বছর আগে শখের বসে ষাঁড়টি কেনেন তিনি। নিজের বাড়িতে ফার্ম করে সম্পূর্ণ দেশি খাবার, কাঁচা ঘাস, খৈল, ভুসি, খড়, সাইলেস ইত্যাদি খাইয়ে হৃষ্টপুষ্ট করা হয়েছে নাতিবাবুকে। বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে ৪৩ মণে।

তিনি বলেন, নাতির মতো আদর করে ষাঁড়কে লালনপালন করেছি। এবার ঈদেই ছেড়ে দিতে হবে তাকে। তাই কোরবানি ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে গরুর ব্যাপারী এসে দেখে যাচ্ছেন গরুটি। ১৫ লাখ টাকা হলে বেচে দেব।

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, প্রাণিসম্পদ বিভাগ নাতিবাবুর মতো বড় আকারের গরু পালনকারীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য, ১০ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ
সিরাজগঞ্জে ট্রেন চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন