• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

কবরস্থানে পড়ে ছিল মরদেহ, পাশে রক্তমাখা ছুরি

স্টাফ রিপোর্টার (সিলেট), আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২৪, ২০:৩৯
ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশনের মানিকপীর কবরস্থানে পড়ে ছিল অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ। পাশে পড়ে ছিল রক্তমাখা একটি ছুরি। নিহতের বয়স ২০ থেকে ২৫ বছর হবে বলে পুলিশের ধারণা।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের মানিকপীর কবরস্থানটি টিলার ওপরে। টিলায় ওঠার সিঁড়ির রেলিংয়ের পাশে এক যুবকের মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই যুবক ঘটনাস্থলেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। নিহতের পাশে কুরিয়ার সার্ভিসের একটি প্যাকেট পাওয়া গেছে। ওই যুবক কুরিয়ার সার্ভিসের কর্মী কি না, তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিনে ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার
মিরসরাইয়ে ফ্ল্যাট থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিখোঁজের দুইদিন পর মিলল ২ জনের মরদেহ
ভাইয়ের মরদেহ আনতে আজই যুক্তরাষ্ট্র যাচ্ছেন হামিন