• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

কালিয়াকৈরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২৪, ১৯:৫৫
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে আলামিন হোসাইন (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কামরুল হাসান নামে আরও এক নেতা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে চন্দ্রা মোকদ্দম প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ঘটনা ঘটে। ওই ঘটনা মীমাংসায় জন্য বৃহস্পতিবার দুপুরে মোকদ্দম প্লাজার সামনে উপস্থিত হলে প্রতিপক্ষের ইমন, হাসান, সবুজ সিকদার ও শাকিব হোসেন দেশীয় অস্ত্র-সশস্ত্র সজ্জিত হয়ে আলামিন ও কামরুল হাসানের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার আলামিনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চন্দ্রা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার 
পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন 
কালিয়াকৈরে অফিস সময়ের তোয়াক্কা করেন না সরকারি কর্মকর্তারা