• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

রংপুরে দ্বিতীয় ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের শপথ

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২৪, ১৪:১৩
উপজেলা চেয়ারম্যান
ছবি: আরটিভি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের নির্বাচিত ২১ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে নির্বাচিত প্রার্থীদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

এ সময় নির্বাচিত প্রতিনিধিদের বিভাগীয় কমিশনার বলেন, আপনারা জনগণের সেবার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। আপনারা এখন ওই এলাকার জনপ্রতিনিধি। নির্বাচিত এলাকার উন্নয়নের আপনারা ভূমিকা রাখবেন এটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের সবার প্রচেষ্টায় উন্নয়নের মাধ্যমে এলাকার উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে। আমাদের দেশ হবে সোনার বাংলা।

তিনি আরও বলেন, যে শপথ নিলেন, সেই শপথের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা অক্ষুণ্ন রাখবেন এমন প্রত্যাশা আমাদের।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি রশিদুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য অতিথিরা। এতে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রংপুর বিভাগে ১৩ ঘণ্টা কারফিউ শিথিল
নাশকতাকারী যেই হোক ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের অফিসে ভাঙচুর
বেরোবিতে সংঘর্ষের ঘটনায় মামলা-তদন্ত কমিটি