• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

টাঙ্গাইলে বাস উল্টে খাদে, আহত ২৫

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২৪, ১২:০৩
বাস
ছবি: আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টির সময় শাহপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে বিষয়টি স্থানীয়রা ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করে। এরপর তারা ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

এ বিষয়ে ঘাটাইল থানার এসআই মনির জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ থেকে ২৫ যাত্রী আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা 
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৪৮
ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস
এখনও বিশ্বাস করতে পারছি না শাফিন ভাই নেই: হাসান