• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

দিনাজপুরে ৩ উপজেলায় জয়ী যারা

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২৪, ২৩:৫৮
ছবি : আরটিভি

দিনাজপুরের নবাবগঞ্জ, ফুলবাড়ী ও পার্বর্তীপুর উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

নবাবগঞ্জ উপজেলায় তিন জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাজওয়ার মোহাম্মদ ফাহিম ঘোড়া প্রতীক নিয়ে ৪৯ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজামুল হাসান মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৫ হাজার ১৫৫ ভোট পেয়েছেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৭ হাজার ৬৬২ ভোটে পেয়ে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ঘোড়া প্রতীক নিয়ে ৩১ হাজার ৬৪ ভোট পেয়েছেন।

পার্বতীপুর উপজেলায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম প্রামাণিক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক আনারস প্রতীকে ৭১ হাজার ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি কাজী আব্দুল গফুর দোয়াত কলম প্রতীকে ৬ হাজার ২২৪ ভোট পেয়েছেন।

চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে এই ধাপে মোট ভোটার সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্ত থেকে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
পার্বতীপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
দিনাজপুরে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, আহত ৩০ 
পা পিছলে নদীতে ২ যুবক নিখোঁজ, অতঃপর...