• ঢাকা সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় রেলস্টেশনে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ মে ২০২৪, ০৯:৪০
চুয়াডাঙ্গায় রেলস্টেশনে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) রাত ৩টার দিকে রেল ফাঁড়ি পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৯ মে) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের।

রেল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই বৃদ্ধের গায়ে ক্রিম কালারের ফতুয়া এবং ঘিয়ে কালারের চেক লুঙ্গী রয়েছে। চুয়াডাঙ্গা রেল পুলিশ ফাঁড়ির সদস্য মফিজুল সঙ্গীয় ফোর্সসহ তাকে হাসপাতালে রেখে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে খুলনা থেকে ঢাকাগামী কোনো এক ট্রেন থেকে চুয়াডাঙ্গা রেল স্টেশনের প্লাটফর্মে অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধকে নামানো হয়েছে। এরপরই রেল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ট্রেনের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন অজ্ঞাত ওই বৃদ্ধ।

এ বিষয়ে ডা. আব্দুল কাদের বলেন, ‘একজন বৃদ্ধকে রেল পুলিশের সদস্যরা জরুরি বিভাগে রেখে গেছেন। আমরা পরীক্ষা-নীরিক্ষা করে দেখেছি বৃদ্ধ মারা গেছেন।’

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিরোজপুরে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার
মুনতাহার মরদেহ উদ্ধারের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য 
ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজ বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার