• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ১৯:৪৮
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজের তিন ঘণ্টা পর উপজেলা পরিষদের পুকুর থেকে আয়ান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টায় আয়ানের জানাজা উপজেলা মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এর আগে সোমাবার দুপুর দুইটার দিকে নিখোঁজ হলে বিকেল ৫টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে বেসরকারী একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে-শ্রেণির শিক্ষার্থী ছিল।

আয়ান উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক লতা খাতুনের ছেলে। লতা উপজেলা সরকারী কোয়াটারে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে সবার অজান্তে বাসা থেকে বের হয় আয়ান। এরপর তাকে উপজেলার ভিতরে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করা হয়। খোঁজাখোঁজির এক পর্যায়ে উপজেলার পুকুর পাড়ে তার পায়ের জুতা পাওয়া গেলে সবার সন্দেহ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও আত্মীয়স্বজনরা উপজেলা পুকুর থেকে শিশু আয়ানের মরদেহ উদ্ধার করে।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিস আলী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ওসির উপস্থিতিতে শিশুটির মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে গ্রেপ্তার ১৬৬
বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে কলেজছাত্রী
টাঙ্গাইলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৩০
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল টাঙ্গাইল