• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ মে ২০২৪, ২২:০৯
তৌফিকুর রহমান তৌফিক
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে পুকুরে ডুবে তৌফিকুর রহমান তৌফিক (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরে জেলার পৌর শহরের পাঁচুরচক এলাকায় এ ঘটনাটি ঘটে।

তৌফিকুর রহমান তৌফিক পৌর শহরের চিত্রা পাড়া মহল্লার নিজাম উদ্দিনে ছেলে। তিনি এ বছর এইচএসসি পাস করেছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, তৌফিকসহ তার কয়েকজন বন্ধু দুপুরে বৃষ্টির মধ্যে পুকুরে গোসল করতে যায়। বন্ধুরা পুকুরে গোসল করতে নামলেও তৌফিক পাড়ে দাঁড়িয়ে ছিলেন।

তিনি জানান, হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায় তৌফিক। সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ফের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
খেলার মাঠে রাবি শিক্ষার্থীর মৃত্যু 
জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা
জানালার গ্রিলের সঙ্গে ঝুলছিল ইডেন কলেজ শিক্ষার্থীর মরদেহ