• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

বাঁকখালী নদীর মোহনায় মিলল অজ্ঞাত নারীর মরদেহ 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ১৮:০৬
বাঁকখালী নদীর মোহনায় মিলল অজ্ঞাত নারীর মরদেহ 
ছবি : আরটিভি

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নুনিয়ারছড়াস্থ সমুদ্রসৈকত এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত নারীর মরদেহ। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রোববার (২৬ মে) দুপুরের দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান।

জানা গেছে, দুপুরে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নুনিয়ারছড়া এলাকায় সমুদ্রের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্পিডবোট চালক ও স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি রকিবুজ্জামান বলেন, ‘নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি মানসিক ভারসাম্যহীন কোনো নারীর হতে পারে। তার মৃত্যুর সময় ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ওই নারীর মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে কাঙ্ক্ষিত পর্যটক নেই কক্সবাজারে
জবাইয়ের সময় গরুর লাথিতে প্রাণ গেল যুবকের 
৭ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল শুরু
সেন্টমার্টিন থেকে ট্রলারে ফিরছেন দুই শতাধিক মানুষ