• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ০৯:৩১
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরাতে একটি দেশীয় ওয়ান শুটারগান ও কার্তুজসহ লিজা আক্তার (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) ভোর রাতে উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিজা আক্তার একই এলাকার আক্কাস ঢালীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় মাদক ব্যবসায়ী আক্কাস ঢালীর বাড়িতে অভিযান চালায় জাজিরা থানা পুলিশ। বিষয়টি টের পেয়ে কৌশলে পালিয়ে যান আক্কাস ঢালী। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগান, আট রাউন্ড গুলি ও চল্লিশ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আক্কাস ঢালীর স্ত্রী লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আক্কাস ঢালীর বাড়িতে অভিযান চালাই। এ সময় তার শয়নকক্ষ থেকে দেশীয় ওয়ান শুটারগান, কার্তুজ ও মাদকসহ তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার বিতরণ
শরীয়তপুরের ২ শতাধিক স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদুল আজহা উদযাপন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০