• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ২৩:৫৭
নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

ফতুল্লার তল্লায় নির্মাণাধীন ছয় তলা ভবনের ৪র্থ তলা থেকে নিচে পরে মো. বাহাদুর খান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টায় ফতুল্লা মডেল থানার নতুন কোর্ট সংলগ্ন আক্তার হোসেনের মালিকানাধীন নির্মাণাধীন ভবনে।

নিহত বাহাদুর জামালপুর জেলার মেলাহন্দ থানার হুটিয়ারকান্দার সৈয়দ হাজীর ছেলে। তিনি সপরিবারে তল্লা আজমেরীবাগস্থ হক মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়ায় বসবাস করে আসছিলেন।

প্রতক্ষদর্শীরা জানান, ছয়তলা ভবনের ৪র্থ তলার কাজ চলছিল। শনিবার বিকেল ৫টার দিকে কাজ করার সময় ভবনটির ৪র্থ তলা থেকে নিচে পড়ে যান নিহত নির্মাণ শ্রমিক বাহাদুর খান। ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মিয়া বলেন, ‘এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোরবানির গরুবাহী গাড়িতে চাঁদাবাজি, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তি
২৪ ঘণ্টায় মেঘনা টোলপ্লাজায় ৭২ লাখ টাকার টোল আদায়
বস্তাবন্দি লাশের সঙ্গে ছিল ১৬টি ইট