• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

রেমালের প্রভাব শুরু, পাথরঘাটায় প্রস্তুত ১৫৬ আশ্রয়কেন্দ্র

পাথরঘাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ২১:৫৮
রেমালের প্রভাব শুরু, পাথরঘাটায় প্রস্তুত ১৫৬ আশ্রয়কেন্দ্র
ছবি : আরটিভি

বঙ্গোপসাগরে সৃষ্ট ‘ঘূর্ণিঝড় রেমাল’ মোকাবিলায় বরগুনার পাথরঘাটা উপকূলীয় অঞ্চলে ১৫৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে।

শনিবার (২৫ মে) উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব তথ্য জানানো হয়।

এ দিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সন্ধ্যা সোয়া ৭টা থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এতে উপকূলীয় এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে। এর আগে বিকেল ৪টার পর থেকে দমকা হাওয়া বয়ে যায় উপকূলীয় এলাকায়। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে উপকূলীয় পাথরঘাটা উপজেলায় ১৫৬টি আশ্রয়কেন্দ্র ও ১৩শ’ স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া প্রত্যেক উপজেলার কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ‘বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিন যেসব বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা
সুসংবাদ দিলো আবহাওয়া অফিস
বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরির চক্রান্তের অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ৭ জনের মৃত্যু