• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

‘কোরবানির আগে মসলার দাম বাড়ানোর কোনো সুযোগ নেই’

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ২০:১৪
‘কোরবানি আগে মসলার দাম বাড়ানোর কোনো সুযোগ নেই’
ছবি : সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘কোরবানি ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের বাজারে মসলার দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। কারণ, তিন মাস আগ থেকে দেশের বাজারে মসলা আমদানি করা হয়েছে।’

শনিবার (২৫ মে) দুপুরে রাজশাহীর সিটিজেন ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভোক্তা অধিকারের ডিজি বলেন, ‘মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা তিন মাস আগ থেকে এলসি খুলে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত মসলা আমদানি করেছেন। সেটি এখন মজুত রয়েছে বাজারে। তাই এখন ইচ্ছে করলে এলসির অজুহাতে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।’

এ ছাড়াও দাম বাড়তে পারে এমন সব পণ্য বাজার থেকে আগে ভাগে না কিনতে ভোক্তাদের অনুরোধ জানান ভোক্তা অধিকারের ডিজি।

ইভ্যালির প্রসঙ্গে ডিজি সফিকুজ্জামান বলেন, ‘ইভ্যালির মালিক ২৭ মাস জেলে ছিলেন। কিন্তু জেলে আটকে রাখলে টাকা পাওয়া সম্ভব নয়। সম্প্রতি ইভ্যালি ব্যবসা শুরু করার পর আমরা তাদের শোকজ করেছি। তারপর কিছু শর্তসাপেক্ষে আলোচনার মাধ্যমে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত যারা নিয়ম মেনে ভোক্তাদের স্বার্থে ব্যবসা পরিচালনা করবে আমরা তাদের পাশে থাকব।’

এরপর ডিজি বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহত্তর রাজশাহী জেলার ক্যাবের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শামুক নিয়ে গবেষণায় রাবির গবেষক দলের সাফল্য
ভাইস চেয়ারম্যান হতে ৩ বার জন্ম, পপির বিরুদ্ধে ইসিতে অভিযোগ
সিলেট বিভাগে অবিবাহিত পুরুষের হার সর্বাধিক, সর্বনিম্ন রাজশাহীতে
সেনবাগে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত