• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই ট্রাক খাদে, নিহত ১

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ১৭:২৬
নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই ট্রাক খাদে, নিহত ১
ছবি : সংগৃহীত

যশোর-মাগুরা সড়কের সাদীপুরে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্য একজন আহত হয়েছেন।

শনিবার (২৫ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যশোর-মাগুরা সড়কের সাদীপুরে ভোর ৫টার দিকে লোহার রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি যে ব্যক্তি চালাচ্ছিলেন তিনি নিহত হন। গুরুতর আহত অন্যজনকে যশোর ফায়ার সার্ভিস উদ্ধার করে যশোর মেডিকেলে পাঠিয়েছে।

নিহত চালক আরিজুল ইসলাম (৩০) সাতক্ষীরা কালীগঞ্জের ফটিক হোসেনের ছেলে। তিনি সাধারণত হেলপারের দায়িত্বে থাকলেও তখন ট্রাকটি নিজেই চালাচ্ছিলেন। আহত ট্রাকের মূল ড্রাইভার রবিউল ইসলামের গ্রামের বাড়ি দেবহাটা একাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাজুরা ক্যাম্প ইনচার্জ অভিজিৎ সিংহ রায়।

তিনি বলেন, ‘ভোর ৫টার আগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়