• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

অটোরিকশা ছিনতাই, ধানখেতে মিলল চালকের মরদেহ

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ১৬:৫৯
অটোরিকশা ছিনতাই, ধানখেতে মিলল চালকের মরদেহ
ছবি : সংগৃহীত

জামালপুরে শাহাদত হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) সকালে উপজেলার কেন্দুয়া পারপাড়া গ্রামের রাস্তার পাশের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাদতের বাড়ি সদর উপজেলার ভেড়া পাথালিয়া গ্রামে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাতে শাহাদত হোসেন অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। শনিবার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের অদূরে ধানখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে জামালপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।

তিনি বলেন, ‘নিহত শাহাদত হোসেনের গলায় জিআই তার প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত ঘটনা জানা যাবে।’

এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
ইউটার্ন নিতে গিয়ে কাভার্ডভ্যান উল্টে পড়ল অটোরিকশার ওপর, নিহত ২
রাস্তায় বাবা-মেয়েকে পিটিয়ে কোরবানির গরু কেনার টাকা ছিনতাই
ছাত্রলীগ ও ছাত্রদল নেতারা মিলে ছিনতাই, আটক ৫