• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি, উত্তাল সাগর 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ১৬:৪৭
চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি, উত্তাল সাগর 
ছবি : আরটিভি

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে পুরো চট্টগ্রামজুড়ে।

শনিবার (২৫ মে) দুপুর দেড়টা থেকে এ বৃষ্টিপাত শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে শনিবার (২৫ মে) সকালে অবস্থান করছিল ৫৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, দুপুরে তা আরও ৬৫ কিলোমিটার এগিয়ে ৫০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। কক্সবাজার সমুদ্রবন্দর থেকে সকালে ছিল ৪৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, দুপুরে ৬০ কিলোমিটার এগিয়ে ৪৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে আছে, মোংলা সমুদ্রবন্দর থেকে ছিল ৫৪০ কিলোমিটার দূরে, দুপুরে এটি এগিয়ে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে আছে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ছিল ৪৯০ কিলোমিটার দূরে, দুপুরে তা এগিয়ে ৪২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা নুরুল করিম বলেন, ‘গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে। এখন থেকে দ্রুত পরিস্থিতির পরিবর্তন হবে। নিম্নচাপটি বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় বাতাসের পাশাপাশি বৃষ্টিপাতও অব্যাহত থাকবে।’

এ পূর্বাভাস কর্মকর্তা আরও বলেন, ‘নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে আহত ২০ 
গঙ্গাস্নানে গিয়ে পদদলিত হয়ে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনী প্রধানকে বিদায়ী সংবর্ধনা 
‘থানায় রাখা যাবে মূল্যবান সম্পদ’