• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ১৩:২২
ফাইল ছবি

ময়মনসিংহ নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (২৪ মে) রাতে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় বিহারি ক্যাম্প এলাকার হাজী কাশেম আলী কলেজের পাশে এ ঘটনা ঘটে।

নিহত হাসান নগরীর পাটগুদাম বিহারি ক্যাম্পের বাসিন্দা প্রয়াত মাসুদ মিয়ার ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। নগরীর স্টেশন রোড এলাকায় তালা-চাবির কাজ করতেন মো. হাসান।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বিহারী ক্যাম্পের সামনে হাজী কাশেম আলী কলেজের পাশে আড্ডা দিচ্ছিল হাসান ও তার বন্ধুরা। রাত ৯টার দিকে হঠাৎ ৩০-৪০ জনের একদল যুবক দেশিয় অস্ত্র নিয়ে উপর্যুপরী হামলা করেন। এতে হাসান, তার বন্ধু রোহিত আহমেদ ও মো. রাজাকে ছুরিকাঘাতে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন৷ আহত রহিত ও রাজাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, খেলা নিয়ে বিরোধে হত্যার ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। আসামি গ্রেপ্তারের পর প্রকৃত ঘটনা বলা যাবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়